Purchase!

নদীর নাম মধুমতী

সাধারণত উপন্যাস থেকে চিত্রনাট্য লেখা হয়।
কিন্তু “নদীর নাম মধুমতী” কাহিনিটি প্রথমে চিত্রনাট্য হিসেবে লেখা হয়েছিল এবং এ নামে আমি একটি চলচ্চিত্রও নির্মাণ করি।
তবে যেহেতু কাহিনিটির সাহিত্য সম্ভাবনা রয়েছে তাই আমার মনে হয়েছে গল্পটিকে একটি উপন্যাস হিসেবেও লেখা যায়।
সে চেষ্টারই সৃষ্টি
“নদীর নাম মধুমতী” উপন্যাসটি।
তানভীর মোকাম্মেল
By তানভীর মোকাম্মেল
Category: উপন্যাস
Paperback
Ebook
Buy from other retailers
About নদীর নাম মধুমতী
সাধারণত উপন্যাস থেকে চিত্রনাট্য লেখা হয়।
কিন্তু “নদীর নাম মধুমতী” কাহিনিটি প্রথমে চিত্রনাট্য হিসেবে লেখা হয়েছিল এবং এ নামে আমি একটি চলচ্চিত্রও নির্মাণ করি।
তবে যেহেতু কাহিনিটির সাহিত্য সম্ভাবনা রয়েছে তাই আমার মনে হয়েছে গল্পটিকে একটি উপন্যাস হিসেবেও লেখা যায়।
সে চেষ্টারই সৃষ্টি
“নদীর নাম মধুমতী” উপন্যাসটি।
তানভীর মোকাম্মেল

পদ্মা থেকে বেরিয়ে গৌরী বা গড়াই নদী কুষ্টিয়া জেলা পেরিয়ে ফরিদপুরে এসে নাম নিল মধুমতী। আরো দক্ষিণে সুন্দরবনের কাছে যেয়ে এ নদীরই নাম বলেশ্বর। আমাদের কাহিনি ১৯৭১ সালে গ্রাম-বাংলার মাঝ দিয়ে এ মধুমতী নদীরই সূদীর্ঘ চলার পথের মাঝামাঝি এক অঞ্চল মোল্লারহাটের। নদীর ওপারে গোপালগঞ্জ জেলা, এপারে বাগেরহাট।
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use